EnamMisbah

Call

হ্যা, মুসল্লীদেরও আল্লাহু আকবার মুখে নীরবে বলতে হবে। এটা সুন্নতে মুয়াক্কাদাহ।   

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যদি কোন ব্যক্তি ইমামের সাথে জামাতে নামাজ আদায় করে আর ইমাম রুকু সেজদায় যাওয়ার সময় যে আল্লাহু আকবার বলে। মুসল্লী ব্যক্তির ইমামের সাথে আস্তে তাকবীর বলা সুন্নত। অর্থাৎ মুস্তাহাব। না বললে কোন সমস্যা নেই। আর বলাটাই যেহেতু উত্তম তাই ইচ্ছাকৃত সুন্নত কে ছেড়ে দেওয়া ঘৃনার কাজ মনে করি। তবে যদি একা একা নামাজ আদায় করে তাহলে অবশ্যই তার তাকবীর বলতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

জামাআতে নামায আদায়ের সময় ইমাম রুকু ও সিজদায় যাওয়ার আগে যে আল্লাহু আকবার বলে পেছনে মুসল্লীদের ও তা মুখে নিরবে বলতে হবে। বিধান হচ্ছেঃ সুরুতে তাকবিরে তাহরীমা ''আল্লাহু আকবার'' বলা ফরজ। এরপর রুকু সিজদায় যেতে উঠতে ''আল্লাহু আকবার'' বলা সুন্নাত। মুসুল্লিদের ও আল্লাহু আকবার বলতে হবে এর রেফারেন্স হলোঃ আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, ইমাম এজন্যই নিযুক্ত করা হয় যাতে তার অনুসরণ করা হয়। যখন সে আল্লাহু আকবার বলবে তখন তোমরাও তাকবীর বলবে, যখন সে রুকূতে যাবে তোমরাও রুকূতে যাবে; যখন সে মাথা তুলবে তোমরাও মাথা তুলবে; যখন সে সামিআল্লাহু লিমান হামিদাহ' বলে তোমরা তখন রব্বানা ওয়া লাকাল হামদ বল; যখন তিনি সাজদাহতে যান তোমরাও সিজদায় যাও; যখন তিনি বসে নামায আদায় করেন তোমরাও সবাই বসে নামায আদায় কর। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬১ হাদিসের মানঃ সহিহ)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ