আমি খুভ অসুস্থ কিন্তু রোজা রাখতে চাই। যদি আমি সব

 রোযা রাখতে না পারি, কিছু রোযা রাখি তাহলে সাওয়াব 
হবে কি আমার?

     

শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আমরা জানি যে, রোজা হলো একটি শারীরিক ইবাদত।এই ইবাদতটি করতে গেলে অবশ্যই শরীরকে সুস্থ রাখতে হবে।আপনি যদি অসুস্থ অবস্থায় রোজা রাখতে চান তাহলে রাখতে পারেন এবং আপনি সওয়াব পাবেন।আর আপনি চেষ্টা করেন সবগুলো রোজা রাখার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যেহেতু অসুস্থ। তাই সব রোজা করতে পারছেন না। যতটা পারেন রোজা করেন। রোজা করলে সওয়াব অবশ্যই পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যাঁ, রাখতে পারেন। আর বাকি রোজা না রাখার কারনে রোজার প্রতিদান দিতে হবে। আর যদি আপনে রোজা রাখতে একেবারে অক্ষম হোন। তাহলে আপনি ঈদের পরে যে রোজা গুলো বাদ দিয়েছেন সেগুলো রাখলেই চলবে। আপনি যদি রমজানের ফরয রোজার কথা না বলে থাকেন (নফল রোজা) তাহলে কোন সমস্যা নাই। আর (যদি ফরয) রোজার কথা বলে থাকেন, তাহলে রোজা রাখতে হবে। কারন,রমজানের রোজা গুলো হলো ফরয রোজা। এর সব গুলো রোজা রাখা হবে। অন্যথায় গুনো হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ