কত টাকা লাভ পাবেন তা নির্দিষ্ট করে যে কোন খাতে বিনিয়োগ করেন না কেন, তা সুদ। ব্যবসা এবং সুদের প্রধান পার্থক্য হলো ব্যবসায় লাভ-লোকসান দুটোর সম্ভাবনা আছে; সুদে লাভ আছে কোন লোকসানের সম্ভাবনা নাই। এ ছাড়া আরও কিছু শর্ত আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Shawn

Call

ইসলামী ব্যাংক আপনার টাকা ব্যবসায়ী খাতে লাগাবে যা থেকে আপনাকে লভ্যাংশ দিবে । শরীয়তের পরিভাষায় এটা বৈধ কেননা এতে লাভ ক্ষতি দুটোই  আছে। ইসলামী ভাষায় একে মুনাফা,লভ্যাংশ  বলে । সাধারণত ব্যবসায়ে লাভই হয়।আর ক্ষতি হলে আপনাকে  ব্যাংক লাভ দিবে না।ব্যাবসায়ে সর্বদা লাভ হয়।


সুদে শুধু লাভ আছে ক্ষতি নেই ,তাই এটা হারাম ।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ