শেয়ার করুন বন্ধুর সাথে
এরজন্য প্রথমে আপনার প্রোফাইলে যান। তারপর প্রোফাইল ছবিতে ক্লিক করে ইউ আর এল বা লিঙ্কের বাক্সে

https://www.facebook.com/photo.php?fbid=149881929330002&id=100029245870081&set=a.106837650301097&refid=17&_ft_=mf_story_key.180745499576978%3Atop_level_post_id.149881929330002%3Atl_objid.149881929330002%3Acontent_owner_id_new.100029245870081%3Athrowback_story_fbid.180745499576978%3Aphoto_id.149881929330002%3Astory_location.4%3Astory_attachment_style.profile_media%3Athid.100029245870081%3A306061129499414%3A30%3A0%3A1556693999%3A-5576463008150385218&__tn__=EH-R

এধরনের একটা লিঙ্ক দেখতে পারবেন। সেখান থেকে &id= এর পর100029245870081 এরকম যে একটা কোড দেখতে পাচ্ছেন, সেটাই আপনার ফেসবুক আইডি নাম্বার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার প্রোফাইল বক্সে লিংক'এ গেলে আপনি আপনার  ফেসবুক আইডি নাম্বার পেয়ে যাবেন।  id লিখার ডান পার্শ্বে নাম্বারগুলো থাকবে। 


আবার,

আইডি নাম্বারের বদলে যদি ইউজার নেম দেখায় তবে  আপনি Find My Fb Id তে যান গিয়ে আপনার ফেসবুক লিংক কপি নিয়ে গিয়ে সেখানকার বক্সে পেস্ট করে দিন।

এরপর Find  Facebook ID তে ক্লিক করবেন। তাহলেই আপনার অ্যাকাউন্ট এর আইডি নাম্বার পেয়ে যাবেন।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
এখানে আপনার ইউজার নেম অথবা প্রোফাইলের ইউআরএল টি কপি করে দিয়ে ক্লিক করেন। তাহলেই আইডি নাম্বার পাবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ