Call

ক নম্বর তো জ্ঞানমূলক যা অবশ্যই বইয়ের মতো হতে হবে। অর্থাৎ এর একটা নির্দিষ্ট উত্তর আছে সেই উত্তরটি লিখতে পারলে আপনি ১ নম্বর পাবেন। যেমন-- প্রশ্ন থাকলো, কাজের একক কি? এর উত্তর একটাই জুল (J)। আপনি লিখতে পারেন কাজের একক জুল J। আবার খালি জুল (J) লিখলেও আপনাকে নম্বর কাঁটা হবেনা। খ নং এর দুটি অংশ জ্ঞানমূলক+অনুধাবন। জ্ঞানমূলকের জন্য ১, অনুধাবনের জন্য ১ উভয় মিলে ২। এক্ষেত্রে যদি উত্তরে প্রশ্ন অনুযায়ী কিসের কথা বলা হয়েছে তা এক লাইনে লেখেন। তবে বই অনুযায়ী হতে হবে। আপনি ১ নম্বর পাবেন। বিষয়টি বিস্তারিত বুঝিয়ে বলতে পারলে ২ পাবেন। এক্ষেত্রে হুবহু বইয়ের মতই হওয়া উচিত, যেহেতু পদার্থবিজ্ঞান। তবে কিছু কিছু ক্ষেত্রে বইয়ের মতো না হলেও চলবে। ঘ এর সূত্র ঠিক রেখে সমাধান যতটুক করতে পারবেন তার জন্য কিছু এক্ষেত্রে ২-৩ নম্বর পেতে পারেন। আবার ১ নম্বরও পেতে পারেন।

Talk Doctor Online in Bissoy App