অংক ভুল হলে বা অংক না মিললে যতটুকু সঠিক হয়েছে তুতটুকুর জন্য নম্বর পাবেন। যেমন: মনে করুন কোন প্রশ্নের (খ) নম্বরে রেওয়ামিল নির্ণয় করতে বলা হয়েছে। এখন মনে করুন, আপনার ৮ এন্ট্রি সঠিক হয়েছে এবং ২টি এন্ট্রি ভুল হয়েছে। ২ টি এন্ট্রি ভুল হওয়ার কারণে রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট মিলবে না। রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট না মিললে বুঝতে হবে রেওয়ামিলটি ভুল হয়েছে অর্থাৎ অংক ভুল হয়েছে। কিন্তু আপনি যে ৮ টি সঠিক এন্ট্রি দিয়েছেন এজন্য ৪ নম্বরের মধ্যে ২ বা ৩ নম্বর দিবে। অাশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ