Share with your friends

সঠিক ছক করতে পারলে তখনই নাম্বার দেবে, যখন আপনি ২৪ না পাবেন!! তখন ২/১ করে পাশ করানোর জন্য চেষ্টা করবে যদি ৫/১০ নামারের জন্য ফেল আসে সেই মুহুর্তে।

Talk Doctor Online in Bissoy App
Call

নাম্বার না দেওয়ার সম্ভাবনাই বোধহয় বেশি।হিসাববিজ্ঞানের সৃজনশীল গণিতের মতো।এখানে তিনটি ধাপ রয়েছে।সহজমান(ক),মধ্যমমান(খ),কঠিনমান(গ)।এই ধরণের সৃজনশীল পদার্থ,অর্থনীতি,বাংলার মতো না।যেখানে ৪টি ধাপ আছে।কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে হিসাববিজ্ঞানে ছকজাতীয় অনেক জিনিস আছে যা গণিতে নেই।তাই আমার মতে আপনি হিসাববিজ্ঞানে খ বা গ এর অংক না পারলেও ছকটি ভালভাবে করে আসলে আপনি ৪ এ ২ পাবেন।কিন্তু বিজ্ঞান বিভাগের গণিতের ক্ষেত্রে এই সুযোগ কম।  

Talk Doctor Online in Bissoy App