জীববিজ্ঞানে mcq তে যতটা সঠিক ততটাই পাবেন। সৃজনশীলে ভালো করতে হলে আপনাকে সঠিক তথ্য সংবলিত উত্তর দিতে হবে। মনগড়া লেখা লিখে জীববিজ্ঞানে ভালো করা সম্ভব নয়। আর চিত্র আরেকটি গুরুত্বপূণ বিষয়। চিন্হিত সঠিক চিত্র দিলে শিক্ষকেরা বেশি নম্বর দিবে। এসব ভালো না হলে আপনার ৩০ এর উপর পাওয়ার সম্ভাবনা খুব কম। আর প্র্যাকটিকালের নম্বর আপনার দক্ষতার উপর নিভর করে। আপনি ব্যবহারিক খাতার লেখা, চিত্র মানসম্মত হলে আপনি ভালো নম্বর পাবেন। মৌখিক পরীক্ষায় ভালো করতে হলে আপনাকে বইয়ের রিডিং ভালোভাবে মুখস্ত করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ