symphony r40 সেটের ব্যবহার সম্পর্কে কিছু তথ্য দিন?
Share with your friends
Call

ভাইয়া হ্যাং সব ফোন ই করে যদি ফোনটি সঠিকভাবে ববহার করতে না জানে।যেমন আপনার ফোনে রেম ১ জিবি আপনি যদি ১ জিবি রেমের ফোনে ফেসবুক,মেসেন্জার,ইনস্টাগ্রাম সকল এ্যাপগুলো ইনিস্টল করে রাখেন তাহলে ফোনটি অবশ্যই হ্যাং করবে। আপনি যদি Symphony R40 ফোনটি ক্রয় করেন তাহলে প্রথমত বেটারি ব্যাকাপ ভালো পাবেন।কেমেরা দামের দিক দিয়ে বলতে গেলে বলবো এই বাজেটে বর্তমানে অন্যান্য ফোনের তুলনাই তেমন বেটার কিছু না।আপনি যদি নরমাল ইউজার হয়ে থাকেন যেমন,ফেসবুক লাইট,মেসেন্জার লাইট,সামান্য ব্রাউজিং কল আসা যাওয়া এরকম টাইপের ইউজার হয়ে থাকেন তাহলে বলবো আপনার জন্য চলার মতো হবে।এগুলোর অধিক এ্যাপ বা নরমাল ইউজার থেকে যদি সামান্য পরিমান বেশি ইউজার ও হয়ে থাকেন তাহলে আমি বলবো এই ফোনটি আপনার জন্য বেটার হবে না।আর যদি নরমাল ইউজার হয়ে থাকেন তাহলে বলবো আপনার জন্য ঠিক আছে....তবে Symphony R40 তে বড় কোনো এ্যাপ,যেমন ফেসবুক,মেসেন্জার এগুলোর অফিসিয়াল মেই এ্যাপগুলো বা বড় কোনো গেইম খেলার ইচ্ছে হয় তাহলে আপনার ফোনটি হ্যাং করবে এটা শিওর থাকেন। এই ফোনটি সম্পর্কে বা এই বাজেটে অন্য কোনো ফোন কেনার ইচ্ছে থাকলে রিপ্লাই করবেন।যথেষ্ঠ পরিমান হ্যাল্প করার চেষ্টা করবো 

Talk Doctor Online in Bissoy App