Router configer এর ওপর। নাকি ফাইবার ক্যাবলের ওপর? যেমনঃনেট লাইনের লোকেরা বলে লাইন 512না 1gb,1.5gbনা2gbনিবেন? তাহলে এই স্পীড কন্ট্রোল করে কিসের মাধ্যমে?
Share with your friends

ইলেকট্রিসিটির প্রবাহ টা যেমন নিয়ন্ত্রণ করা যায় ঠিক তেমনি ওয়াইফাই এর স্পিড টাও নিয়ন্ত্রণ করা যায়। অপটিক ফাইবার ক্যাবলের কোয়ালিটির যেঁ ব্যাপার সেটা হচ্ছে হাই স্পিড ডেটা ট্রান্সফারের জন্য অবশ্যই লো স্পিডের থেকে ভাল মানের ক্যাবল লাগবে। এক্ষেত্রে ক্যাবল টা তারা তাদের মত করে দেয়। আর স্পিড কম বেশি টা তাদের রিসিভার এবং সেন্ডারের মাধ্যমে কম বেশি হিসেবে পাঠানো হয়। এটা তারা নিয়ন্ত্রণ করতে পারে। আর রাউটারের ব্যাপার টা হচ্ছে আপনার রাউটার যত দ্রুত আর যত বেশি ডেটা রিসিভ করতে পারবে তার রিসিভার দিয়ে আর যত দ্রুত সেন্ড করে আপনার ডিভাইসে পাঠাতে পারবে আপনি লাইন থেকে যেঁ নেট পাচ্ছেন তার স্পিডের কতটুকু স্পিড ব্যবহার করতে পারছেন সেটার ওপর ডিপেন্ড করবে। এজন্য ভাল মানের রাউটারে একটু ভাল স্পিড পাওয়া যায়। আর মূল স্পিড টা ওয়াইফাই কতৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App