Call

এখন পুরো শরীর এলার্জিজনিত চুলকানিতে আক্রান্ত|এ থেকে পরিত্রাণ পেতে সরাসরি চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার/উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে| এলার্জি জনিত খাবার পুঁইশাক, পাটশাক, পুঁটি মাছ, বেগুন, হাঁসের মাংস ও ডিম প্রভূতি খাদ্য যথাসাধ্য এড়িয়ে চলুন|অর্থাৎ যেসব খাদ্য শরীরের এলার্জি বাড়িয়ে দেয় সেগুলো খাওয়া থেকে বিরত থাকুন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

 আপনার এলার্জির জন্য একজন চর্ম রোগ বিশেষজ্ঞ কাছে চিকিৎসা নিবেন  এবং আপনার   অন্ডথলিতে ফাংগাল সংক্রান্ত আক্রামণ এর কারনে অন্ডথলিতে চুলকানি হয়ে থাকে যার ফলে চুলকাইলে অনেক সময় উপরের শুঁকনো চামড়া গুলো উঠে আসে। 
অন্ডথলিতে সাবান লাগাবেন না। পরিস্কার ও শুকনো আন্ডারওয়ার ব্যবহার করবেন। ভিজা বা স্যাঁতসেঁতে আন্ডারওয়ার ব্যবহার করবেন না। অন্ডথলি চুলকাবেন না, চুলকানোর সময় বেশি কচলাবেন না। অন্ডথলিতে প্রতিদিন দুই বেলা করে নারকৈল তৈল লাগবেন। ঘুমানোর আগের এবং গোসলের পর। ২/৩ দিন পর উন্নতি না হলে। ফাংগিসন ক্রিম ক্রয় করবেন দাম ৪০ টাকা। ঐ নিয়মে এই ক্রিম ব্যবহার করবেন। 
যদি নারকৈল তৈল ব্যবহারে ভালো ফলাফল পান তাহলে এই ফাংগিসন ক্রিম ক্রয় না করে নিয়মিত নারকৈল তৈল লাগাবেন আলত করে
এছাড়াও আপনার পূরো শরীরে নারকৈল তেল ব্যবহার করবেন। এতে করেও এলার্জির থেকে মুক্তি পাওয়া যায়।

ধন্যবাদ। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি 4 বেলা fluclox 500mg capsule খান,,আর Rupa tablate খান দিন একবার রাতে,,,Fluclox খাবেন 6ঘন্টা পর পর,,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ