একজন বিশেষ সদস্য হিসেবে আপনার কার্যক্রমও নিশ্চয়ই বিশেষ হতে হবে । আর এ কারণেই আপনি এতোবড় একটা সাইটের বিশেষ সদস্য । প্রশ্ন-উত্তর অনুমোদনে আরো একটু বিশেষ সতর্ক হবেন । মনে রাখবেন এমন কোন প্রশ্ন-উত্তর অনুমোদন দেয়া যাবেনা যার ফলে একজন মানুষের উপকারের পরিবর্তে অপকার হয় ।  সম্মানিত বিশেষ সদস্য ভাই ও বোনেরা, মনে রাখবেন আপনার সকল একটিভিটিস এর উপর নজর রাখা হচ্ছে এবং সকল একটিভিটিসই ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে । আশাকরি আর কিছু বলতে হবেনা ।  সেসব সদস্যদের উদ্দেশ্যেও বলছি, যারা নিতীমালা অনুসরণ না করে অবাঞ্ছিত প্রশ্ন এবং উত্তর করবেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে ।  বিস্ময় মানুষের সমস্যা সমাধানে কাজ করে । বিস্ময়ের সাথেই থাকুন ।
শেয়ার করুন বন্ধুর সাথে