শেয়ার করুন বন্ধুর সাথে
NPArshad

Call

ইসলামি শরিয়ায় বিবাহ কিংবা তালাক স্বামী স্ত্রীর উভয়ের সম্মতিক্রমে এবং চাক্ষুস উপস্থিতিতে কমপক্ষে ৩ জন সাক্ষীর সাক্ষদান এবং লিখিত প্রমানের ভিত্তিতে সম্পন্ন করার নির্দেশ রয়েছে। যদি স্বামী স্ত্রী এবং সাক্ষীগণ চাক্ষুস মুখোমুখি অবস্থান না করে তবে এবং কোন প্রকার প্রমান না থাকে তাহলে উক্ত বিবাহ বা তালাক কোনোটিই কবুল হবে না। অতএব দেখা যাচ্ছে যে এ ক্ষেত্রে শুধুমাত্র মুখের কথার কোন ভিত্তি নেই। অর্থৎ শুধুমাত্র মুখের কথায় তালাক হবে না। বিঃদ্রঃ আধুনিক যুগের মোবাইলের মাধ্যমে বিবাহ পদ্ধতি একটি ভুল ধারণা। ইসলামি শরিয়তের নিয়মানুযায়ী উক্ত বিয়ে আল্লাহর দরবারে কবুল হয় না। বরং সেটাকে এক প্রকার হারাম বিবাহ বলা চলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ