১টা বিষয় জানার ছিল, Keyboard দিয়ে কি 

ভাবে একটা পেইজ Full screen করা হয় মানে 
বড় করে,  এবং কি ভাবে তা আবার ছোট করে? 
১ নিদিষ্ট ১ টা পেইজ কি মিনিমাইজ করা যায়?

Share with your friends
Junait

Call

আপনি (Zoom) অপশনটির কথা বলছেন,  কোনো পেজকে কিবোর্ড দিয়ে ছোট বড় করে দেখার জন্য Ctrl ও + (দুটি বাটন এক সাথে) চাপলে বড় হবে ও  Ctrl ও - বাটন দুটি এক সাথে চাপল  জুম আউট হবে। # কোনো ডকুমেন্ট থেকে নির্দিষ্ট কোনো পেজ মিনিমাইজ করা যায় না। 

Talk Doctor Online in Bissoy App