আমার মুখে ১ বছর যাবত দাদ।অনেক ঔষধ খাইছি Fluconazole 50, Ketoconazole 200, টারবিনাফাইন ২৫০। এই ঔষধ গুলো খেলে এক বারে সেরে যায় বাট আবার ৫-৬ দিনের মধ্যে দাদ পূরনায় দেখা দেয়।অনেক ক্রিম ও লাগায়ছি পেভিটিন ক্রিম, ট্রাইকোডার্মা অনেক এন্টি ফাংগাল ক্রিম।বাট কোন ভাবেই সারছে না। plz help me.....
Share with your friends
RushaIslam

Call

আপনি এসব মেডিসিন সেবন বা না লাগিয়ে প্রাকৃতিক উপায় গুলি ব্যবহার করুন। আপনি দাদের জায়গায় হলুদ ও নারিকেল তেলের পেস্ট বানিয়ে লাগান এবং ২০মিনিট পর ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহারে একমাসের মধ্যে খুব ভাল ফল পাবেন ইনশাআল্লাহ। এছাড়া আরেকটি ভাল উপায় হল রসুন। এটি অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে অতিদ্রুত।  দাদের জায়গায় রসুন পেস্ট করে লাগান প্রতিদিন।  ইনশাআল্লাহ দাদ কমে যাবে।এগুলি ইনশাআল্লাহ ১০০% কাজ দিবে।

Talk Doctor Online in Bissoy App
Call

সবচেয়ে ভালো হবে একজন ভালো চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া। তা যদি না হতে চান তবে , Fexo (60)-7 0+0+1 Flugal (150)-7 3 din por por 1 ta সাথে স্যানোফি কোম্পানীর পেভিসন ক্রিম।  

Talk Doctor Online in Bissoy App