AMahbub

Call

প্রথমেই বলবো কোনো ডাক্তার আর কবিরাজের শরনাপন্ন হবেন না । কারন এটি তেমন কোনো সমস্যা না । টেনশন করবেন না । সমস্যার সমাধান অবশ্যই আছে । স্বাভাবিক জীবন যাপনে মনদিন । মনটাকে পবিত্র রাখবেন । পযাপ্ত পানি পান করুন । পযাপ্ত ঘুম হচ্ছে কিনা সেদিকে নজর দিন । হস্তমৈথুন থাকলে আজ থেকে বাদ দিন । পুষ্টিকর খাবার খান নিয়মিত । বিশেষ করে কালজিরা প্রতিদিন সকালে খালিপেটে ২ চা চামচ করে কাচা চিবিয়ে ২ গ্লাস কুসুম গরম পানি পান করবেন । আর রাতে ঘুমাবার আগে ২চা চামচ কালজিরা খেয়ে ঘুমাবেন । রাতে কঠিন খাবার খাওয়া যাবেনা । যেমন গোশত দুধ ডিম । রাতে বেশি পানি পান করা যাবেনা । যেগুলো বল্লাম মেনে চললে দ্রুত ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

চোখ ভেতরে ঢুকে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি রাত জাগা এবং শারীরিক দুর্বলতার ক্ষেত্রে হয়ে থাকে। আপনি রাত জাগা বন্ধ করে দিন। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। মানসিক চাপ নিবেন না। আপনি চোখে বরফ থেরাপি করুন। প্রতিদিন আলুর রস এবং গোলাপজল একত্রে করে চোখে লাগান। প্রতিদিন রাতে ঘুমানো আধাঘণ্টা আগে শসা ছোট করে পিস করে কেটে নিয়ে চোখে লাগিয়ে রাখুন এবং ২০মিনিট পর ধুয়ে ফেলুন। ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ