যদি ছোট কারনে অভিমান করে তাহলে তাকে কিছু উপহার দিন রোমান্টিক ভাবে যেমন পাচটি সাদা গোলাপ আর মাঝে একটা কমলা/গোলাপি/সাদা গোলাপ দিয়ে চিরকুটের কিছু রোমান্টিক কথাবার্তা লিখে দিতে পারেন। আর ব্যাপার টা বড় হলে আপনার উচিৎ তাকে বার বার বোঝানো আপনার দিক থেকে আর তার অভিযোগ ও বোঝা উচিৎ। এরপর পারস্পরিক সমোঝোতার মাধ্যমে নিজেরা সমাধান করতে পারেন। :) 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি তাকে বুঝিয়ে বলুন তার গুরুত্ব কতটুকু আপনার কাছে। যে কারণে সে অভিমান করেছে সে কারনটি খোঁজে বের করুন এবং আপনার ভুল থাকলে সংশোধ করে তার কাছে ক্ষমা চান। বিভিন্ন ভাবে তার সাথে কথা বলুন। তার প্রশংসা করুন বেশি বেশি করে। তার ভালো দিকগুলো তার সামনে উপস্থাপন করুন। আশাকরি তার অভিমান আস্তে আস্তে কেটে পড়বে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দেখুন আগেই বলে রাখি অভিমান বড় খারাপ জিনিস যা সম্পর্ক ভাঙ্গতে খুবই প্রয়োজনীয় সরঞ্জাম।  কারো সম্পর্ক ভাঙ্গতে কাউকে কাউকে বেশি খাটতে হয় না। শুধু অভিমান লাগিয়ে দিলেই হলো। 
অভিমান ভাঙ্গাতে হলে তার সাথে কিছু সময় নিয়ে কথা বলুন। তাকে আপনার মনের কষ্টের কথা খুলে বলুন। দেখবেন সে আপনার প্রতি কাতর বা রাগ করে থাকবে না।   আবার আপনি তার কাছে ক্ষমা চাইতে পারেন। ক্ষমা চাইলে আপনার মান কমবে না।যার  ফলে অভিমান অতি সহজেই ভেঙ্গে যাবে।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ