শেয়ার করুন বন্ধুর সাথে

অরুন শব্দের অর্থ সূর্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

অরুন শব্দের অর্থ হচ্ছে সূর্য। তবে অরুন শব্দটি সূর্যের ক্ষেত্রে তখনই ব্যবহার হয় যখন সূর্য লাল দেখায় যেমন সকালে।  তাই মানুষের ক্ষেত্রে এটির উপমা এভাবে ব্যবহার করা হয় যে, যেহেতু সকালের রক্তিমা সূর্য, সারাদিন থাকবে তেজদিপ্ত। সকালে সবে মাত্র তার উদয় হয়েছে কিছুক্ষণ আগে। অরুনের ভেতর সাছে সারাদিন পাড়ি দেবার স্বপ্ন, বিশ্বকে আলো দেবার স্বপন। তাই একটি বালক বা বালিকা যখন অল্প বয়স, তরুন তখন তার ভেতর থাকে ভবিষ্যৎ জীবনের সকল বাসনা। তাই তরুনদের অরুনের সাথে তুলনা করে উপমা দেয়া হয় "অরুন তরুন"

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ