শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পক্ষেঃসামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হল ফেসবুক ও টুইটার।আমি বলছিনা যে,এগুলো আমাদের সকলকেই অপসংস্কৃতির দিকে আকৃষ্ট করছে, বরং আমি বলছি যে,এগুলো তরুণ সমাজকেই অপসংস্কৃতির দিকে আকৃষ্ট করছে।যেমন ধরুণঃআমরা হলাম বাঙ্গালি।কিন্তু বর্তমান তরুণ সমাজ  ফেসবুক বা মেসেঞ্জারে ইংরেজি অক্ষরে বাংলা ভাষা লিখে,যা ন্যাক্কারজন। হাতে গণা কয়েকজনই বাংলা অক্ষরে বাংলা লেখেন।ইউটিউব,ভিডমেটে বিদেশি সংস্কৃতির নানা ভিডিও দেখে অথবা ইংলিশ মুভি দেখতে দেখতে তারা আজ প্রায় ভুলেই গেছে আমরা চির কবিতার দেশের বাসিন্দা।আমাদের পূর্বপুরুষরাই হয়তো কিছুকাল আগে তার সঙ্গিনীর সঙ্গে ভ্রমণে বেরিয়ে রচনা করেছেন তার অমর কবিতাখানি।সেগুলো আজ আমাদের আকৃষ্ট করছেনা।আমাদের আকৃষ্ট করছে ইউটিউব,ভিডমেটের নৈতিকতাহীন কিছু ভিডিও,যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের অপকারিতার ফল।আমরা আজ ভাবিনা যে পরিবারের সকলের প্রতি দায়িত্ব পালনে কতটা like বা comment পেলাম,আমরা ভাবি যে ফেসবুকে কতটা like বা comment পেলাম।আমার চরিত্রের কয়জন follower তা চিন্তা করিনা,ফেসবুক,টুইটারে আমার সৌন্দর্যের বা নকলকৃত পোস্টের প্রতি আকৃষ্ট হয়ে কয়জন আমার আইডির follower আমরা তাই চিন্তা করি।সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এতটাই আকৃষ্ট যে,পড়ার টেবিলে বইয়ের নিচে থাকে মোবাইল।একসময় এতটাই আকৃষ্ট হয়ে যায় যে আমরা ভুলেই যাই 26ই মার্চ কি,আর 16ই ডিসেম্বর কি।এছাড়াও আরো অনেক উদাহরণই দেওয়া যায়।আজ এখানেই থাক।ভুল হলে ক্ষমা করবেন।ধন্যবাদ।         

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ