REVITAL H ট্যাবলেট টি কেমন ,এটি খেলে কোনো সমস্যা হবে কিনা,পার্শপতিক্রিয়া আছে কিনা,,,আমার বয়স ১৯,জানাবেন প্লিজ
Share with your friends
RushaIslam

Call

এটি সাধারণত  অবসাদ, ক্ষুধা, খনিজ ঘাটতি, উচ্চ রক্তচাপ,  ধমনীতে ব্যথা, ইত্যাদি চিকিৎসায় প্রদান করা হয়।এটির সাইড ইফেক্ট আছে:বদহজম, শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা,বমি ভাব,স্নায়ু দুর্বল হয়ে যাওয়ার,মাথা ব্যথা,ঝিমুনি হতে পারে। আপনি চিকিৎসক এর পরামর্শ ব্যতীত সেবন করবেন না। যদি ক্ষুধামন্দার জন্য এটি সেবন করতে চান তাহলে আমি বলবো আপনি পুষ্টিকর খাদ্য  গ্রহণের চেষ্টা করুন,প্রতিটি খাদ্য রুচি করে খাওয়ার চেষ্টা করুন। চিকিৎসক এর পরামর্শ ব্যতীত সেবন করবেন না।

Talk Doctor Online in Bissoy App