RushaIslam

Call

অতিরিক্ত পানি দেয়ার প্রথাটি সম্পূর্ণ ভুল। আমরা সাধারণত ব্রাশ করার আগে টুথপেস্টে হালকা পানি দিয়ে থাকি টুথপেস্টকে ভিজিয়ে নেয়ার জন্য।সাধারণত পেস্ট এ প্রচুর পরিমাণে ফ্লুরাইড থাকে।আপনি যদি সরাসরি পেস্ট দাতে লাগান তাহলে আপনার দাতের ক্ষয় হতে পারে,সেজন্য চিকিৎসকরাও পেস্ট ব্যবহারের পুর্বে পেস্টে জল দিয়ে নিতে বলে। তবে অধিক পরিমান জল দেবার কোনো বিজ্ঞানসম্মত নিয়ম নেই।