না পেটের মধ্যে সবসময় পানি জমে না ৷ লিভারে যদি কোন সমস্যা হয় যেমন জন্ডিস, সিরোসিস, যক্ষা, কৃমি, ফ্যাটি লিভার ডিজিজ প্রভৃতি কারনে পেটে পানি আসে ৷ আর এই পানি অল্প হলে এমনিতে ধীরে ধীরে শোষন হয় কিন্তু বেশি হলে ডাইইউরেটিক ঔষধ সেবন করতে হয় ৷

Talk Doctor Online in Bissoy App