• আবার অনেকে এও বলে ভাতে আর কোরআনে সমান...কতটা যুক্তিক? 

শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

এটির কোনোপ্রকার বৈজ্ঞানিক ব্যাখ্যা  নেই। আর ভাতে আর কুরআনে সমান একথাও পুরোপুরিভাবে বানোয়াট ছাড়া কিছুই নয়।মূলত টিভি দেখতে দেখতে বা অন্য কোনো কাজের পাশাপাশি খাবার গ্রহণের কাজটি করলে খাওয়ার পরিমাণের দিকে মানুষের খেয়াল থাকে না যা পক্ষান্তরে বাড়িয়ে দেয় মানুষের ওজন। এ কারণে খাওয়ার সময় ঠিক কী খাচ্ছেন বা কত পরিমাণে খাচ্ছেন সেটির প্রতি বাড়তি মনোযোগ দেয়া সম্ভব হয়না। আর টিভি দেখে এইভাবে খাওয়ার পরে আপনি খাবার গ্রহণে কোনোপ্রকার তৃপ্তি লাভ করতেও অক্ষম।মুলত একারণে অনেকেই বলে খাওয়ার সময় টিভি দেখে খাওয়া ঠিক নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ