Junait

Call

বিবাহ করে কাগজে কলমে গোপন রাখা গেলেও 

সত্যিটা কখনো না কখনো প্রকাশিত হওয়ারই।

সাময়িক ভাবে মানুষ জন থেকে নিকাহনামা বা বিবাহ

গোপন রাখা সম্ভব হলেও তা অতি শ্রীঘ্রই প্রকাশিত 

হয়ে যায় কোন না কোনো ভাবে। একদম কেউ জানবে না

বা গোপন থাকতে পারে না কারণ এটা বিবাহ। 

ব্যাপার টা যদি এরকম হয় যে গোপনে বিবাহ হলো আর

আপনারা পৃথক জীবন যাপন করেন সেক্ষেত্রে 

নিজেদের আন্ডার স্ট্যান্ডিং ভালো থাকলে গোপন রাখা

যায় অনেক দিন।


আইডি কার্ডের মাধ্যমে বা কোনো পরীক্ষা দিয়ে বিবাহিত বা

অবিবাহিত সনাক্তকরণ করা যায় না।


তবে যদি সমাজ বা আইনের যদি সন্দেহ হয় আপনার 

প্রতি যে আপনি বিবাহ করেছেন কি না অথবা নিজ 

উদ্যোগে প্রশাসন চাইলে আপনার বিবাহ হলে তা গোপন

রাখলেও বের করা সম্ভব কেননা বিবাহ করলেও তা 

রেজিষ্ট্রেশন হয় নিকাহনামা সহ।


আপনার এই প্রশ্নের উত্তরটি... এই উত্তরের সাথে যুক্ত করে

দেওয়া হলো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ