bissoy এমন কোনু সদস্য বা লোক আছে যারা


অল্প বয়সে মাথার চুল পেকে যাওয়ার সমস্যায় পরেছিলেন। এই চুল পাকা থেকে কিভাবে মুক্তি পেয়েছিলেন। আমার অল্প বয়সে অনেক চুল পেকে গেছে বিষয়টি নিয়ে আমি খুব চিন্তায় আছি

আমার বয়ষ বর্তমানে 20 বছর



Share with your friends
RushaIslam

Call

মূলত আপনার এই সমস্যাটি হরমোনের সমস্যা বা চুলে অতিরিক্ত কেমিকেল কিছু ব্যবহারের ফলে হতে পারে। আপনি সপ্তাহে তিন দিন অলিভ অয়েল গরম করে তা পুরো চুলে ম্যাসাজ করুন। চুলের তালুতে ভালভাবে ম্যাসাজ করবেন।আপনি ডিমের কুসুম ও টক দই একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে মাথায় লাগান সপ্তাহে ২দিন।এক ঘন্টা পর শ্যাম্পু করুন। অল্প বয়সে এই পাকা  চুলের হাত থেকে রেহাই পেতে এটি ভাল কাজ দেয়।এছাড়া আপনি গাজরের রসের সাথে চিনি এবং পানি মিশিয়ে চুলে লাগান তেলের মতন করে। সারারাত লাগিয়ে রাখতে পারেন।সকালে উঠে জল দিয়ে চুল ধুয়ে নিবেন,শ্যাম্পু লাগাবেন না। সপ্তাহে ৩দিন এটি করুন।।আপনি প্রচুর পুষ্টিকর শাকসবজি খাবেন, পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন এবং অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করবেন।

Talk Doctor Online in Bissoy App