বিষদ আলোচনা করবেন
শেয়ার করুন বন্ধুর সাথে
Rubidium

Call

যে খামারই করেননা কেন কি কি সমস্যা হতে পারে সেটা বাছাই করুন বা শনাক্ত করুন।এর জন্য আপনাকে ভালো জায়গা বেছে নিতে হবে।যেখানে প্রাকৃতিক দুর্যোগ কোন সমস্যা করবেনা।তারপর চিন্তা করতে হবে আশেপাশের বাজার পরিস্হিতে কেমন।আপনি লাভ করতে পারবেন কিনা।এরপর চিন্তা করতে হবে রোগবালাই কেমন হতে পারে।হলে আপনি কি ব্যবস্হা নেবেন।হাসের খামারের জন্য আপনি সুস্হ সবল বাচ্চা ক্রয় করবে। প্রথম দিকে আপনি ত্রিশ থেকে চল্লিশটি বাচ্চা ক্রয় করতে পারেন।এরপর এগুলোর যত্ন নেওয়া শুরু করুন।ভালো খাবার দিন।তারপর দেখেন ডিম দেয় কিনা।এই ব্যবসা কাজ খুব কঠিন।প্রচুর ধৈর্য লাগে এই কাজে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ