Share with your friends
Call

হিসাববিজ্ঞানে এ প্লাস পেতে হলে আপনাকে দুটো পত্রেই ২০০ নাম্বারের মধ্যে ১৬০ পেতে হবে।আপনাকে সৃজনশীল ও নৈর্ব্যক্তিক দুটোতেই সমান গুরুত্ব দিতে হবে।বহুনির্বাচনিতে বেশি নাম্বার তুলতে পারলে আপনার জন্য অনেক ভাল।দুটো পত্রের মধ্যে বহুনির্বাচনিতে ৬০ এর মধ্যে ৫০ আর সৃজনশীলে ১৪০ এর মধ্যে ১১০ পেলেই আপনি হিসাববিজ্ঞানে এ প্লাস পাবেন।এ জন্য আপনাকে অনেক স্মার্টলি পড়াশোনা করতে হবে।আপনি মূল বইয়ের চেয়ে টেস্ট পেপার বেশি বেশি পড়তে পারেন।তবে মূল বইয়ও অবহেলা করা যাবে না।      

Talk Doctor Online in Bissoy App