Call

মনেকরুন, আপনার বিষয় আছে সর্বমোট ১২ টা, এর মধ্যে বাংলা ও ইংরেজির দ্বিতীয় পত্র আছে। আর, এর মধ্যে অপশনাল বিষয়ও অন্তর্ভুক্ত।  তখন এমতাবস্থায় আপনাকে জিপএ ৫ পেতে হলে, কমপক্ষে ৬ বিষয়ে এ+ পেতে হবে।  যেমনঃ- আপনি ইংরেজি, গণিত এবং বাংলায় পেলেন A আর, অপশনালে পেলেন A+. আর বাকি বিষয়গুলুতে পেলেন A+. তাহলে আপনার পয়েন্ট দ্বারায় যতাক্রমে [4+4+3+30]=45  এখন ৪৫÷৯=৫.০০  এছাড়া, আপনি যদি ৭ বিষয়ে A+ পান। তাহলে দুটি বিষয়ে A- পেলেও সমস্যা নেই। তবে অপশনালে A+ পেতেই হবে।

Talk Doctor Online in Bissoy App