Share with your friends

CuSO4.5H2O এটাকে বলা হয় "কপার সালফেট পেন্টা হাইড্রেট" একে ব্লু-ভিট্রিয়ল বা তুতে  বলে। হাইড্রেট মানে হচ্ছে "কোন যৌগের সাথে জলের মিশ্রণ ঘটালে ঐ যৌগটি যদি তার উপাদানগুলি জলের সাথে পৃথক না করে অক্ষত অবস্থায় থাকে এবং জল টা শুষে নেয় সেই অবস্থাকে বলা হয় হাইড্রেট। আর এই ঘটনাটিকে বলা হয় হাইড্রেশন"। লবণ বলতে আমরা এটাই জানি যেঁ যৌগ ২টা অংশ নিয়ে গঠিত। একটা ধাতব আর অপরটি অধাতব। এখানে "Cu" ধাতব অংশ এবং "SO4" অধাতব অংশ। তাই এটি লবণ। আর এর সাথে পাচ অনু পানি যুক্ত করা হয়েছে। এতে হাইড্রেশন হয়েছে। "Cu" এবং "SO4" পৃথক হয়ে যাইনি। বরং পানি টা শুষে নিয়ে কেলাসে পরিণত হয়েছে। তাই এটার লবণ ধর্ম অক্ষুণ্ণ আছে। এজন্যই এটি লবণ। NaCl এর ক্ষেত্রে পানি দিলে "Na+" আর "Cl-" আয়নে বিভক্ত হয় তাই "NaCl" এ পানি দিলে লবণ থাকেনা। কিন্তু "CuSO4.5H2O" অবশ্যই লবণ। আশা করি উত্তর টি বুঝেছেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App