১. খ্রিস্টান ধর্মের মধ্যে যারা ভূত-প্রেত নিয়ে চর্চা করে,, যেমন সম্ভবত হিন্দু ধর্মে তান্ত্রিক বলা হয়, সেই রকম খ্রিস্টান ধর্মে তাদের ধর্ম অনুযায়ি ভূত-প্রেত যারা তাড়ায় তাদের-কে কি বলা হয়.?

২. খ্রিস্টান ধর্মে কোনো ব্যাক্তি মৃত্যু বরন করলে তাদের কোন নিয়মে মাটি দেয়া হয় এবং তার রিতী নিতী কি.??

৩. তাদের ধর্মে কোনো ব্যাক্তির কেমন নাম হয়,, যেমন তাদের ধর্মের মানুষের কিছু নাম বলুন।


Share with your friends
Shawn

Call

খ্রিষ্টান ধর্মে যারা ভুত প্রেত তাড়ায় তাদের ফাদার(father) বলে।অার যারা এসব নিয়ে খোঁজাখুঁজি করে,রহস্য উদঘাটন করে  তাদের প্যারানরমাল ইনভাস্টিগেটর (paranormal  investigator) বলে 

কেউ মারা গেলে ছেলেদের স্যুট কোট অার মেয়েদের গাউন পরিয়ে,ফুল দিয়ে সাজিয়ে (খ্রিষ্টান বিয়েতে বর কনেকে যেমন সাজায়),ফাদার দিয়ে পার্থনা করিয়ে লাশ কাঠের কফিনে ভরে কবর দেওয়া হয়।

যারা শয়তানের উপাসনা,পূজা করে তাদের devil, evil বলে  

কিছু নাম→ডোনাল্ট ট্রাম্প,ড্যাকোটা,ইথান হান্ট, ম্যারিসা লাভলেস।নামের প্রথম অংশ নিজের অপর অংশ বংশের নামের শেষাং শ।ট্

তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে গুগল পারেন।বিদেশি ভুতের  গল্প বা উপন্যাস মুভির বাংলা ভার্সন দেখলে অনেক অাইডিয়া পাবেন।ইউটিউব করতে পারেন।


অাশা করি অাপনাকে সাহায্য করতে পেরেছি। 

Talk Doctor Online in Bissoy App