দুটি শররের মধ্যবর্তী দুরুত্ব ৮৮৮,, ২ ঘন্টা করে ৩ বার বিরতি করে গাড়িটির পৌছাতে ১৮ ঘন্টা সময় লাগলে গড় গতিবেগ কত??  
শেয়ার করুন বন্ধুর সাথে

গাড়িটি ২ ঘন্টা করে মোট ৩ বার বিরতি দিয়েছিল।

 তারমানে গাড়িটি মোট (৩×২)=৬ ঘন্টা বিরতি দিয়েছিল। 
৬ ঘন্টা বিরতি দেওয়া মানে গাড়িটি ৬ ঘন্টা থেমে ছিল। সুতরাং গাড়িটি চলেছিল =(১৮-৬) ঘন্টাটা=১২ ঘন্টা। গাড়িটির গড় গতিবেগ= মোট দূরত্ব÷মোট সময় 
      =(৮৮৮÷১২)=৭৪ 
অতএব, গাড়িটির গড় গতিবেগ ছিল ঘন্টায় ৭৪ একক।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ