মেডিকেলে অাবেদন করার যোগ্যতা: ১) এসএসসি ও এইচএসসি মিলে মোট ৯.০০ পয়েন্ট পেতে হবে। (উপজাতি ও পার্বত্য চট্টগ্রামের অ-উপজাতির জন্য মোট ৮.০০ পয়েন্ট) ২) এসএসসি এবং এইচএসসিতে অালাদাভাবে জিপিএ ৩.৫০ পেতে হবে। ৩) এইচএসসিতে জীববিজ্ঞানে কমপক্ষে A- অর্থাৎ ৩.৫০ থাকতে হবে। উপরের তিনটা শর্ত পূরণ করলে বিজ্ঞান বিভাগের যে কেউ মেডিকেলে ভর্তি অাবেদন করতে পারবে। এসএসসি এবং এইচএসসির যে কোন একটিতে জিপিএ ৫.০০ পাওয়া লাগবে না। এসএসসি এবং এইচএসসি মিলে মোট ৯.০০ পয়েন্ট হলে মেডিকেলে অাবেদন করা যাবে। তবে যারা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ পায় তাদের জন্য চান্স পাওয়া কিছুটা সহজ। কারণ মেডিকেলে এসএসসি ও এইচএসসির জিপিএ এর উপর মোট ২০০ নম্বর বরাদ্দ অাছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ