Shawn

Call

→সরকারি কলেজে  যাচাই বাছাই করা বা নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কার্যক্রম করেন।তারাঁ মাস্টার ট্রেইনার কর্তৃক ট্রেনিং প্রাপ্ত,তাই পড়াশোনার  মান ভালো।সরকারি কলেজে বেতন,সেশন ফি তুলনামূলক কম।

কিছু অসুবিধা হলো ঠিকমতো ক্লাস না হওয়া।অাবার জবাবদিহিতার অনেক অভাব অাছে।তাছাড়া  সিনিয়র ভাইদের রাজনীতির প্রভাব দেখা যায় যদি কলেজটা অনার্স বা মাস্টার্স লেভেল পর্যন্ত থাকে। যেমন:বিভিন্ন ঈদে উৎসবে চাদা চাওয়া,বড় ভাইদের প্রভাবে ছোটরা ক্ষমতা দেখায়,মারামারি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে, ধূৃমপান,মাদক অারো কিছু সমস্যা দেখা দেয়।

পুরাতন ভবন,বেঞ্জগুলো নিম্মমানের,বৈদ্যুতিক পাখা রানিং না হওয়া   অারও অনেক সমস্যা অাছে।

→বেসরকারি কলেজে বেতন তুলনামুলক বেশি।ভাল বেসকারি কলেজ না হলে পড়াশোনার মান ভাল পাওয়া যায় না।ঢাকা শহলে অনেক নামিদামি কলেজ অাছে যেখানে বেতন,ফি অনেক  বেশি, পড়ার মানও অনেক উচ্চমানের।বাকিগুলো অপ্রতুল।

সেখানে রাজনীতি নেই।নিয়মও বেশ কড়াকড়ি।কোনো কলেজ তো  A+ ছাড়া নেয় না।অাবার বির্তক প্রতিযোগতা,ম্যাগাজিন অাছেই।হাইফাই ক্লাসরুম।

অসুবিধা হলো।অধিকাংশ কলেজ নিম্নমানের

 অাগেই বলেছি খুবনামিদামি কলেজগুলোকে ভাল কার্যক্রম করতে  দেখা যায়।বেতন ভাতা অনেক বেশি।মূল সমস্যাটা এটাই।অাবার কিছু ছোটখাট বেসরকারি কলেজেও ভালো কার্যক্রমে দেখা যায়।

 →মোট কথা হলো ভালো হোক বা খারাপ,সুবিধা বা অসুবিধা সরকারি কলেজের মূল্যায়ন অালাদা।অার বেসরকারি কলেজগুলোর মধ্যে নামিদামি কলেজগুলোই মূল্যায়ন পায়,এতে পড়াশোনায় খরচ বেশি, পড়াশোনার মানও ভালো।

ভুলত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন।

অাপনার জন্য শুভকামনা রইল।

©iamsashawn
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ