কিছুদিন আগে আমার পিসিটা খুলে পরিষ্কার করি, (RAM Card আর Processor ও খুলেছিলাম) এরপর আবার সেগুলো ঠিকমত লাগিয়ে দিয়েছিলাম। তারপর দেখছি আর চলছে না। পিসি অন করলে মনিটরে কিছু আসতেসে না। আর CPU এর উপরের অংশে (ছবিতে মার্ক করে দেখিয়েছি) আগে বাতি জ্বলতো সেটাও এখন আর জ্বলে না। কিন্তু ভেররের পাখাগুলো যে চলছে তার শব্দ পাচ্ছি। আবারো খুলে RAM card ও Processor লাগানো ঠিক হয়েছে কিনা চেক করলাম। সব ঠিকই মনে হচ্ছে, তাহলে এই সমস্যার কারণ কি? অনেক চিন্তা হচ্ছে। কেউ সমাধান দিন প্লিজ।
Share with your friends
KMIslan

Call

আপনি  পাওয়ার ক্যবেল গুলো ঠিক মত লাগিয়ে নিন এবং সাথে রেম কানেকশনটা খুলে আবার স্থাপন করুন।  

Talk Doctor Online in Bissoy App
Call

আমার মনে হয় আপনার পিসি নিয়ে কোনো অভিজ্ঞ টেকনিশিয়ান এর কাছে যাওয়া উচিত, যদি এখনো আপনার পিসি কোনো ভাবে ক্ষতিগ্রস্থ্য না হয়ে থাকে আর আপনি যদি বার বার ভূলভাবে সংযোগ দেন তাহলে তা নষ্ট হবার সম্ভাবনা প্রচুর,  অতএব আর নিজে চেষ্টা না  করে কোনো মেকানিক এর কাছে নিয়ে যান এতে আপনার ভালো হবে,

Talk Doctor Online in Bissoy App