RushaIslam

Call

প্রথমেই আপনাকে যানজটের বিষয় টা নিয়ে বলছি। ট্রাফিকপুলিশ হিসেবে যাদেরকে নিয়োগ নেয়া হচ্ছে তারা  কতটা প্রশিক্ষণ প্রাপ্ত সেটা নিয়ে আমার সন্দেহ আছে। সেদিন মহাখালী যাওয়ার পথে দেখলাম মহাখালী আমতলী এলাকায় এক ট্রাফিক ৪০মিনিট এর মত সিগনাল দিয়ে রেখে দিয়েছিলেন। জনগণ চিল্লানোর পরেও তিনি সিগনাল ছাড়ছেন না। পরে অপর একজন এসে তাকে বুঝিয়ে বললো এরপরে সে সিগনাল ছেড়ে দিলো। এথেকে আপনি কি বুঝবেন..? এছাড়া অধিক প্রাইভেট কার,রাস্তার স্বল্পতা, রাস্তায় বাস থামিয়েই যাত্রী তোলা এসব কারণেই তো যানজট হচ্ছে। দেশের যানজট এর প্রধান কারণ ই হলো অল্প রাস্তায় অধিক যান চলাচল। আর সড়ক দুর্ঘটনার প্রধাণ কারণ চালকদের বেপরোয়া গতিতে যানবাহন চালানো। এছাড়া এদেশের কন্ট্রাক্টর রা সেতু নির্মাণের বাজেট থেকে টাকা সরিয়ে বেজাল দ্রব্য মিশিয়ে সেতু, রাস্তা বানাচ্ছে। এথেকে আরো দুর্ঘটনা ঘটছে। সরকারের উচিৎ আরো গভীর পদক্ষেপ নেয়া।অথচ এসবের পরেও এদেশ ডিজিটাল বাংলাদেশ...!!!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ