মনে করুন একজন খুনের মামলার বা অপহরণ মামলার আসামী।এখনও সে পুরোপুরি দোষী সাব্যস্ত নয়।এখন সে যদি জামিন চাই তাহলে সর্বোচ্চ কতো মাস বা বছর জামিন পেতে পারে?      
শেয়ার করুন বন্ধুর সাথে

জামিন ২ প্রকারের হয়ে থাকে।  ১। স্থায়ী জামিন- মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত। ২। অন্তর্তীকালীন জামিন- একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। যেমন ৩ মাস, ৬ মাস, ১ বছর। তাছাড়াও কোন মামলার আসামী গ্রেফতার হওয়ার আগে মাননীয় হাইকোর্ট বিভাগ হতে আগাম জামিন ও নিতে পারেন। জামিন কত দিন হবে সেটা আদালতের বিবেচনার উপর নির্ভর করে। আদালত মামলার অভিযোগ ও নথি বিবেচনা করে জামিন মঞ্জুর করে থাকেন। Ismail H. Bhuiyan Advocate Supreme Court of Bangladesh

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ