শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আল-ইখলাস অর্থ একত্ব। সুরা ইখলাসের আয়াতসংখ্যা মোট চারটি।

  1. قُلۡ هوَ  اللّٰه اَحَد - বলুন (মুহাম্মদ) তিনি আল্লাহ এক।
  2. اَللّٰه  الصَّمد - আল্লাহ অমুখাপেক্ষী।
  3. لَمۡ  یَلِدۡ ۬ ۙوَ  لَمۡ  یُوۡلَدۡ - তিনি কাওকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয় নি।
  4. وَ لَمۡ  یَکُنۡ لَّه کُفُوًا اَحَدٌ - আর তাঁর কোন সমকক্ষও নেই।
শব্দার্থ নিম্নরূপঃ
قل - বলুন
هو - তিনি
الله - আল্লাহ
احد - এক
الله - আল্লাহ
الصمد - অমুখাপেক্ষী
لم يلد তিনি কাওকে জন্ম দেননি
ولم يولد আর তাকেও কেউ জন্ম দেয়নি
ولم يكن - এবং নেই
له - তাঁর
كفوا - সমকক্ষ। 
احد - একজন (কেউ)।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ