শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রতীক:          ১.যখন এক বা একাধিক অক্ষর দিয়ে কোনো মৌলকে প্রকাশ করা হয় তাকে ঐ মৌলের প্রতীক বলে। ২.প্রতীক শুধু মৌলের হয়। ৩.প্রতীকে মৌলের পরমাণুর সংখ্যা উল্লেখ থাকে না। ৪.হাইড্রোজেনের প্রতীক H সংকেত: ১.যখন কোন মৌল বা যৌগ দ্বারা প্রতীক ও পরমাণুর সংখ্যা প্রকাশ করা হয় তাকে সংকেত বলে। ২.সংকেত মোল বা যৌগ যেকোনটির হতে পারে। ৩.সংকেতে পরমাণুর সংখ্যা উল্লেক থাকে। ৪.হাইড্রোজেনের সংকেত H2

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ