শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অসুস্থ হলে যেকোনো সময় দোয়া পাঠ করা যায়। একজন মানুষ অসুস্থ হলে অন্য আরেকজন তাকে লক্ষ্য করে যা বলবে, সে সম্পর্কে হাদীসে অনেক নজির পাওয়া যায়। "হযরত আয়েশা (রাঃ) বলেন, আমাদের মধ্যে যখন কেউ অসুস্থ হয়ে যেতেন, তখন রাসুলুল্লাহ (সঃ) রোগীর শরীরে তাঁর ডান হাত বুলাতেন এবং বলতেনঃ 'আজহিবিল বা’সা রাব্বান নাসি ওয়াশফি আংতাশ শাফি লা শিফাআ ইল্লাহ শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সুক্বামা। অর্থাৎ, হে মানুষের প্রতিপালক! এ রোগ দূর করে দাও এবং আরোগ্য দান কর, কেননা তুমিই আরোগ্য দানকারী। তোমার আরোগ্য ব্যতিত কোনো আরোগ্য নেই। আর এমন আরোগ্য, যা কোনো রোগ বাকি রাখে না।" (বুখারী, মুসলিম ও মিশকাত) আর রোগী অসুস্থ হলে তখন সে পাঠ করবে "ইয়া শাফিয়্যাল আমরাদ, ইশফিলানা আমরাদানা ওয়া আমরাদাল মু'মিনীন"।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ