সমকোণী ত্রিভুজেের ক্ষেত্রফল ৩০.পরিসীমা ৩০ হলে বাহু তিনটির পরিমাপ কত?
শেয়ার করুন বন্ধুর সাথে
Mehrinsaba

Call

বাহু তিনটির পরিমাপ হচ্ছে ১২, ১৩ ,১৩ একক। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এটি একটি জটিল প্রশ্ন। আপনার প্রশ্নে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা সংখ্যাগতভাবে সমান। তাছাড়া অারও কিছু তথ্য না দেওয়া থাকলে শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা জেনে বাহু তিনটির পরিমাপ বের করা সম্ভব নয়। তবে আমি নেট ঘাটাঘাটি করার পর জানতে পারলাম, সম্ভাব্য দুই উপায়ে (আরও থাকতে পারে) সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা সংখ্যাগতভাবে সমান হয়,যখন সমকোণী ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ ৫,১২ এবং ১৩ একক হয় অথবা যখন সমকোণী ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ ৬,৮ ও ১০ একক হয়। এখানে, সমকোণী ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে ৫,১২ ও ১৩ একক হলে ক্ষেত্রফল ৩০ বর্গ একক হয় এবং পরিসীমা ৩০ একক হয়। তাই আপনার প্রশ্ন অনুযায়ী সমকোণী ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ হবে ৫,১২ ও ১৩ একক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ধরা যাক , সমকোণী ত্রিভুজের দুটি বাহু a , b এবং অতিভুজ c । তাহলে , c² =a² + b²  ∴ c=√(a² + b²) (পিথাগোরাসের উপপাদ্য) ∴ ক্ষেত্রফল = 0.5ab= 30  ∴ab=60............(i) পরিসীমা= a +b+ c =30........................(ii) (ii) নং হতে, ,   a+b+ √(a² + b²)=30 [ c=√(a² + b²) ] বা,a +b=30– √(a² + b²) বা,a²+b² +2ab=900 –60√(a² + b²) +a²+b² [বর্গ করে] বা,2.ab=900 –60√(a² + b²) বা, 60√(a² + b²)=900 – 2.ab বা, 60√(a² + b²) = 900 – 2.60 [ab=60] বা,60c=780 [ c=√(a² + b²) ] ∴ c=13 ∴ a+b+13=30 বা, a+b=17...............(iii)  আমরা জানি, (a–b)²=(a+b)² –4ab=17² –4.60=49 ∴ a–b= 7...........................................(iv) (iii)+ (iv), a=12 (iii)+ (iv), b=5 সুতরাং, সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 5,12 এবং 13 একক। -ধন্যবাদ।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ