বাংলাদেশে মোট কত টাকা আছে ?
শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

দেশে বর্তমানে ১ লাখ ৫২ হাজার কোটি টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা প্রচলিত রয়েছে। এর মধ্যে ৮৯ শতাংশই ৫০০ ও এক হাজার কাগুজে নোট। বাকিগুলো ১০০, ৫০, ২০ ও ১০ টাকার কাগুজে নোট এবং পাঁচ টাকা, দুই টাকা ও এক টাকার কাগুজে নোট ও ধাতব মুদ্রা। ৫০ পয়সা, ২৫ পয়সা, ১০ পয়সা, ৫ পয়সা ও ১ পয়সার মুদ্রার হিসাবও এর মধ্যেই রয়েছে। এছাড়া বাংলাদেশে বর্তমানে মাথাপিছু সম্পদের পরিমাণ ১২ হাজার ৭১৪ মার্কিন ডলার। প্রতি ডলার ৮৫ টাকা দরে হিসাব করলে দেশীয় মুদ্রায় তা দাঁড়ায় ১০ লাখ ৮০ হাজার ৭৯০ টাকা। আর দেশের জনসংখ্যা ১৬ কোটি ধরা হলে মোট সম্পদের পরিমাণ হয় ১ কোটি ৭২ লাখ ৯২ হাজার ৬৪০ কোটি কোটি টাকা। সুত্র: (২০১৮ সালের জানুয়ারিতে বিশ্বব্যাংক একটি হিসাব প্রকাশ করেছিল। ‘দ্য চেঞ্জিং ওয়েলথ অব নেশন-২০১৮’ শীর্ষক ওই প্রতিবেদন থেকে বাংলাদেশের মোট সম্পদের এই ধারণা পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ