Call

সুইসাইড এর কথা কখনো চিন্তাও করবেন না। আপনার বাবা অনেক রাগি  তাই অল্পতেই রাগ হয় আর ছোট খাটো বেপার নিয়া অনেক বকাঝকা করে। যখন সে রাগ হবে তার সাথে তর্ক করবেন না কোন কিছুতে তাহলে দেখবেন আরো রেগে যাবে। তাই সে রাগ হলে চুপ করে শুনবেন। আর নরমাল থাকবেন আর যে জন্য বকে সেটা পরে সমাধান করার চেস্টা করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রিয় প্রশ্নকর্তা , বাবা আপনাকে কেন গালি দেয়। সেটা খুঁজে বেড় করুন।তারপর সেটা অপসারণ করুন।দেখবেন এতেই আপনার জীবন সূখের হবে। আর আপনি কি জানেন একজন বাবা তার সস্তানের খারাপ চায় না বলেই গালি দেয়। গালি খাওয়া কাজ করলে গালি খাবেনই।


বাজে কাজ করলে বাবা যেমন গালি দেয় তেমন সে আপনাকে ততটাই ভালোবাসে। মনে রাখবেন, যে যত ভালোবাসে সে তত গালি দেয়। এতে সুইসাইড করার কথাই আসে না।আপনি শুধু নিজেকে ভাল রাস্তায় রাখুন।বাবার যা খারাপ লাগে বা যেগুলো খারাপ কাজ তা থেকে বেড়িয়ে আসুন।আশাকরি সামাধান পেয়ে গেছেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মৃত্যু কখন কোনো সমস্যার সমাধান হতে পারে না। আপনার মূল্যবান জীবনটা সৃষ্টিকর্তা আপনাকে দান করেছে কেন আপনি সুইসাইড করতেন? আপনাকে কেন আপনার বাবা গালি দেয়? আপনি তার অবাধ্য হন কেন? আপনি আপনার বাবার কথা মনোযোগ দিয়ে শুনেন। সঠিক ভাবে চলাফেরা করুন। নিজের ক্যারিয়ারের প্রতি যত্নবান হন । এবং আপনার পরিবারের মানুষের সাথে ভালো ব্যাবহার করুন। আপনার বাবার প্রতিটা যুক্তিক কথা গুলো মানার চেষ্টা করুন। আশাকরি আপনার সকল সমস্যার সমাধান হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call
আপনার পিতা কী কারণে আপনাকে গালি দেন, তার কারণ খুঁজে বের করুন। তারপর অপসারণ করুণ। আপনার পিতার সাথে ভালো ব্যবহার করুন। অভিমান করা থেকে বিরত থাকুন। আপনি শুধু নিজেকে ভাল রাস্তায় রাখুন। বাবার যা খারাপ লাগে বা যেগুলো খারাপ কাজ তা থেকে বেড়িয়ে আসুন। খারাপ সঙ্গ ত্যাগ করুন। সঠিক ভাবে চলাফেরা করুন। নিজের ক্যারিয়ারের প্রতি যত্নবান হন । এবং আপনার পরিবারের মানুষের সাথে ভালো ব্যাবহার করুন। বাবার সাথে ভালো ব্যবহার করুন।
আশা করি বুঝতে পেরেছেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ