html পারি কিন্তু c++ বুঝি না এইটা দিয়ে website এর কি কাজ করা হয়
Share with your friends

সি++ সাধারনত কনসোলিং করার জন্য। অর্থাৎ গগণা করার জন্য।  যেমন ক্যালকুলেটর এ আপনি ইনপুট বসিয়ে আউটপুট পাচ্ছেন সেটাও এক ধরণের কনসোলিং। মোট কথা গগনা, হিসাব এর ক্ষেত্রে সি++ ব্যাবহৃত হয়।  সেই হিসাবে বলা যায় আপনার ওয়েব সাইট টিতে কোনো গগনার দরকার হলে সেখান্ব ব্যাবহার করা হবে যেমন এমন একটি ওয়েব সাইট যেখানের এক স্থানে সেলসিয়াসস্কেলে তাপমাত্রার মান দিলে আউটপুট হিসাবে ফারেনহাইট তাপমাত্রা বের হবে । এখানে সি ++ ব্যাবহার করা হবে। 

Talk Doctor Online in Bissoy App

Call

c++ দিয়ে ওয়েবসাইটের কোনো কাজই হয়না।

Talk Doctor Online in Bissoy App