সময়

Call

মিল হিসেবে খাবার মানে হচ্ছে প্রতিদিন তিন বেলা হিসেবে খাবার গুনা হবে। কেউ কেউ আছেন যারা দুপুর বেলা খাবার খাবেন না, কেউ হয়তো সকাল বেলা নাস্তা করবেন না। তখন ঐ সমস্ত না খাওয়া বেলা গুলো বাদ দিয়ে খাবার খরচ হিসেব করে টাকা দেয়া লাগবে। একমাসে মিল যদি ৩০*৩= ৯০ টি হয় এবং আপনি যদি ১৫ বেলা খাবার না খেয়ে থাকেন তাহলে আপনি বিল দিবেন ৭৫ বেলার। আশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ