আমি একসময় মাস্টারবেটে প্রচুর আসক্ত ছিলাম । প্রতিদিন মাস্টারবেট করতাম । অনেক চেষ্টার ফলে তা অনেকটা কমিয়ে আনছি । কিন্তু এখনও আগের মতো পাতলা আছি । এখন আমার প্রশ্ন, আমি কি মাস্টারবেটের ফলে টেস্টেস্টোরণ হরমোনাল প্রভাবে শুকিয়ে যাচ্ছি ?
শেয়ার করুন বন্ধুর সাথে

টেস্টেস্টোরন হরমোন মানব দেহের একটি  যৌন  বৈশিষ্টের বিকাশে সাথে জড়িত হরমোন। এটি পুরুষ মানুষের শুক্রাণু জননে আর শুক্রাশয়কে বৃদ্ধি করে। এই হরমোন মাংস পেশি বৃদ্ধির সাথে জড়িত নয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ