সহবাসের দুইমাস দরে মাসিক হচচে না।তাতে কি বুজা জায় pregnant.


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আপনার মিলনের ২ মাস ধরে মাসিক হচ্ছে না । এর কারন এই না যে আপনি প্রেগন্যান্ট । হতে পারে মাসিক অন্য কারনেও মিস হতে পারে। যেহেতু মিলন করেছেন তাই আগে প্রেগন্যান্সি টেস্ট করে দেখুন রেজাল্ট পজেটিভ আসে কিনা যদি না আসে তাহলে অপেক্ষা করুন । 

আসলে আপনার মাসিক নিয়মিত কিনা তা জানান নি। কেনোনা মাসিক অনিয়মিত ভাবে হয়ে থাকলে তার জন্য কিন্তু মাসিক মিসিং হতে পারে কাজেই ভালো হবে এখজন গাইনি চিকিৎসকের কাছে যান ও বিস্তারিত তথ্য দিন ও চিকিৎসা ও সেবা নিন সুস্থ থাকুন। নিযে থেকে কোন মেডিসিন নিবেন না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ