Call

ভুর সকালে ঘুম থেকে উঠে গোসল করে, নয়ত রাতেই সহবাসের পর গোসল করে সকালে ওযু করে ফযরের নামায আদায় করবেন। বিঃদ্রঃ উক্ত অবস্থায় ফরজ গোসল আদায় ছাড়া নামাজ আদায় করতে পারবেন না|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইসলামে দিন ও রাত মিলিয়ে রয়েছে ৫ ওয়াক্ত নামাজ। যদি আপনি ফজরের পর সহবাস করেন, তাহলে যোহরের আগে গোসল করে যোহর নামাজ পড়তে হবে। যদি যোহরের পর সহবাস করেন, তাহলে আসরের আগে গোসল করে আসর নামাজ পড়তে হবে। যদি আসরের পর সহবাস করেন, তাহলে মাগরিবের আগে গোসল করে মাগরিব নামাজ পড়তে হবে। যদি মাগরিবের পর সহবাস করেন, তাহলে এশার আগে গোসল করে এশার নামাজ পড়তে হবে। যদি এশার পর সহবাস করেন, তাহলে ফজরের আগে গোসল করে ফজর নামাজ পড়তে হবে। যেহেতু অপবিত্র অবস্থায় নামাজ পড়া যায় না, সেহেতু যেই ওয়াক্তের আগে সহবাস করবেন, সেই ওয়াক্তের আগে ফরজ গোসল করে পবিত্র হয়ে নামাজ আদায় করে নিবেন। ধন‍্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ