আবার পোরা ভাব জেগে উঠেছে, অনেক প্যাক ও ব্যাবহার করেছি,এখন কি করবো help me
Share with your friends
Call

এমন অবস্থায় আপনি সকল প্রসাধনি ব্যাবহার বন্ধ করুন । দিনে কয়েকবার ত্বক কুসুম গরম পানি দিয়ে ধুবেন । ত্বক শুষ্ক মনে হলে এলোভেরা লাগাবেন । পাশাপাশি ত্বকে ভি সি ইঞ্জেকশন লাগাতে পারেন । ভি সি ইঞ্জেকশন ইঞ্জেক্ট করার জন্য না । এটি ত্বকে আলতভাবে লাগাতে হয় । এতেই আপনার সমস্যা দূর হবে ।

Talk Doctor Online in Bissoy App
Ronu

Call
আপনি যেকোন ধরনের প্রসাধনী ব্যবহার বন্ধ করুন এবং তন্মধ্যের কিছু উপায় মেনে চলুন আশা করি উপকৃত হবেন -
১. সামান্য লেবুর রস, হলুদ, মধু মিশিয়ে মুখে লাগিয়ে ম্যাসাজ করুন এবং ১০-১৫ মিনিট পর ধুয়ে নিন।
২. মধু, লেবুর রস ও ডাবের পানি একসাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন পোড়া ভাব কমে যাবে।
৩. মসুড়ের ডাল বাটা ও লেবুর রস এ সাথে মিশিয়ে ত্বকে ১০-১৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন।
Talk Doctor Online in Bissoy App