Call

বাদ দিছেন ভালো করেছেন। এবার-- >মুখে আগের উজ্জলতা ফিরে পেতে কাচা হলুদ, টক দই. গাজরের রস,শশার রস নিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরী করে ব্যবহার করতে পারেন l এটি কালচে ভাব কাটাতে সাহায্য করে। আর যদি এর পরেও কাজ না হয় তবে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো ভালো।

Talk Doctor Online in Bissoy App
Call

এখন আপনার করনীয় হলো ,প্রতিদিন গোসলের পূর্ব লেবুর রস মুখে মাখা। তারপরে ১কোয়া লেবু দিয়ে কিছুক্ষন সময় ঘসা।১কোয়া শেষ হলে আর ১কোয়া দিয়ে ঘষা।এরকম কিছুদিন করলে চেহারায় ঔজ্বলতা ফিরে আসবে ইনশাআল্লাহ্।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারদেখান   

Talk Doctor Online in Bissoy App
Ronu

Call

নিচের কিছু উপায় মেনে চলুন আশা করি উপকৃত হবেন - ১. সামান্য লেবুর রস, হলুদ, মধু মিশিয়ে মুখে লাগিয়ে ম্যাসাজ করুন এবং ১০-১৫ মিনিট পর ধুয়ে নিন। ২. মধু, লেবুর রস ও ডাবের পানি একসাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন পোড়া ভাব কমে যাবে। ৩. মসুড়ের ডাল বাটা ও লেবুর রস এ সাথে মিশিয়ে ত্বকে ১০-১৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন।

Talk Doctor Online in Bissoy App