১.n+p ২.np ৩.np+2 4.n+p+1 পুরো সমাধান করে দেন প্লিজ...যাতে আমি বুঝতে পারি
Share with your friends

সঠিক উত্তর হবে (১) n+p ব্যাখ্যা:  অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা। যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা। অামি বুঝার সুবিধার্থে যুগ্ম/অযুগ্ম ব্যবহার না করে জোড়/বিজোড় ব্যবহার করছি। (১) বিজোড় সংখ্যা+বিজোড় সংখ্যা= জোড় সংখ্যা। অর্থাৎ বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যোগ করলে যোগফল জোড় সংখ্যা হবে। যদি n=৩ এবং p=৫ ধরি তাহলে n+p=৩+৫=৮,যা একটি জোড় সংখ্যা। তাই n+p সঠিক উত্তর। (২) বিজোড় সংখ্যা×বিজোড় সংখ্যা= বিজোড় সংখ্যা। অর্থাৎ বিজোড় সংখ্যাকে বিজোড় সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল বিজোড় সংখ্যা হবে। যদি n=৩ এবং p=৫ ধরি, তাহলে n×p= ৩×৫=১৫, যা একটি বিজোড় সংখ্যা। তাই np সঠিক উত্তর নয়। (৩)  বিজোড় সংখ্যা+জোড় সংখ্যা=বিজোড় সংখ্যা। অর্থাৎ বিজোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ করলে যোগফল বিজোড় সংখ্যা হবে। np একটি বিজোড় সংখ্যা এবং যদি n=৩ ও p=৫ ধরি তাহলে np+২=৩×৫+২=১৫+২=১৭,যা একটি বিজোড় সংখ্যা। তাই np+2 সঠিক উত্তর নয়। (৪) যেহেতু n ও P বিজোড় সংখ্যা এবং যদি n=৩  ও p=৫ ধরি, তাহলে n+p+1=৩+৫+১=৯,যা একটি বিজোড় সংখ্যা। তাই n+p+1 সঠিক উত্তর নয়। উদাহরণে ৩ ও ৫ বিজোড় সংখ্যা হিসাবে ব্যবহার করলাম। আপনি উদাহরণ হিসাবে যে কোন দুটি বিজোড় সংখ্যা ধরতে পারেন।

Talk Doctor Online in Bissoy App